
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: চব্বিশের লোকসভা নির্বাচনের প্রচারে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য! তবে সশরীরে নয়। এমনকী কন্ঠস্বরটিও তাঁর নয়। ভোটের আবহে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহার করে অভিনব পন্থা অবলম্বন করে বুদ্ধদেব ভট্টাচার্যের বার্তা জনগণের কাছে পৌঁছে দিল সিপিএম। শনিবার সন্ধেয় বাম নেতারা সেই ভিডিও বার্তা সমাজমাধ্যমে শেয়ার করেছেন।
ভিডিওর শুরুতেই সন্দেশখালি ইস্যু ঘিরে সরব হন বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর কথায়, "সন্দেশখালিতে যে অন্যায় করেছে তৃণমূল, তার কোনও ক্ষমা নেই। রাজ্যে কর্মসংস্থান নেই। মহিলাদের সম্মান নেই। দুর্নীতির আখড়া হয়ে যাচ্ছে রাজ্যটা। আমরা রাজ্যটাকে সুন্দর করে সাজিয়ে তুলছিলাম। আমরা বলেছিলাম, শিল্প হবে, কৃষির উন্নতি হবে, ছোট-ছোট ছেলেমেয়েদের চাকরি হবে। ওদিকে কেন্দ্রে ক্ষমতা দখল করে বসে আছে দাঙ্গাবাজ বিজেপি। দুর্নীতিগ্রস্ত বিজেপি। নোটবন্দি করল, কর্পোরেটদের যথেচ্ছ তোষণ, এখন ইলেকটোরাল বন্ডের মত দুর্নীতি। দাম বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের। ধুঁকছে অর্থনীতি। প্রতিদিন সাম্প্রদায়িক ঘৃণা ছড়াচ্ছে বিজেপি, আরএসএস। মনে রাখবেন, তৃণমূলের আমলে রাজ্যে বিজেপির বাড়বাড়ন্ত। আমাদের দেশকে রাজ্যকে ধ্বংস করার সুযোগ ওদের আর দেবেন না। সামনে লড়াই। এ লড়াই লড়তে হবে। এ লড়াই জিততে হবে।"
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই অসুস্থ হয়ে লোকচক্ষুর আড়ালে প্রাক্তন মুখ্যমন্ত্রী। গত বছর হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাটেই চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকেন তিনি। সক্রিয় রাজনীতি থেকে দীর্ঘদিন বহুদূরে। ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে বামেদের ব্রিগেডে হাজির হয়েছিলেন তিনি। তবে অসুস্থতার কারণে গাড়ি থেকে নেমে মঞ্চে উঠতে পারেননি। চব্বিশের ভোট চলাকালীন বুদ্ধদেবের এআই বার্তা ছড়িয়ে চমক দিল বামেরা।